বান্দরবানের লামা উপজেলা আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি,২০২৩ ইং) সকাল ১০ টায় লামা উপজেলা পরিষদ হলরুমে লামা উপজেলা প্রশাসন ও পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, উপজেলা আ.লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা।
আরও নবাগত ওসি (তদন্ত) খন্দকার ফরিদুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশসহ ইউপি চেয়ারম্যানগণ,বিভিন্ন সরকারি -বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।