মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর :
স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শনে এসে গাজীপুরের টঙ্গীর শহীদ আহ্সান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের স্টোর রুম সিলগালা করা হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে হাসপাতাল পরিদর্শনে এসে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ মঈনুল ইসলাম এ আদেশ দেন।
গত দুইপর্বের বিশ্ব ইজতেমায় আসন্ন মুসল্লিদের চিকিৎসাসেবায় ব্যবহৃত সরঞ্জাম ও অব্যাহত ওষুধ চুরি ঠেকাতে স্টোর রুমটি সিলগালা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ মঈনুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এটি আমাদের নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ। বিশ্ব ইজতেমায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুসল্লিদের চিকিৎসাসেবা দিতে ওষুধ ও চিকিৎসা সেবায় সরঞ্জাম দেয়। তারই অবশিষ্ট ওষুধ ও সরঞ্জাম নষ্ট বা চুরি ঠেকাতেই কক্ষটি সিলগালা করা হয়েছে। আগামী বছর ইজতেমা আয়োজন করা হলে ওষুধ ও সরঞ্জামাদি পুনরায় ব্যবহার করা হবে।
তিনি আরও বলেন, চিকিৎসকদের কক্ষ থেকে ওষুধ কোম্পানির পক্ষ থেকে দেওয়া সিল জব্দ করা হয়েছে। চিকিৎসাসেবার মান নিয়ে রোগীদের সঙ্গে কথা বলেছি। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করতে নির্দেশ দিয়েছি। ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশে নির্দেশনা দিয়েছে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাসপাতালটির তত্ত¡াবধায়ক ডাঃ জাহাঙ্গীর আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারেক হাসান প্রমুখ।