মুহাম্মদ আতিকুর রহমান, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, শ্রীপুর রেলস্টেশন এলাকায় দেওয়ানগঞ্জগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।