কক্সবাজার জেলা ঔষধ প্রশাসনের ঔষধ তত্ববধায়ক রোমেল মল্লিক বলেছেন, ঔষধ শিল্পে গুণগত মানে বাংলাদেশের অবস্থান বিশ^জুড়ে স্বীকৃত। ঔষধ শিল্পের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ঔষধ শিল্প আগের মত নেই। দিনদিন এ শিল্পের মান ও গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন- অবৈধ, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনবিহীন ঔষধ কোন মতেই বিক্রি করা যাবে না। ড্রাগ ও ট্রেড লাইসেন্স এর পাশাপাশি ঔষধ বিপণন প্রতিষ্ঠানে ফার্মাসিষ্ট থাকতে হবে। রামুসহ পুরো জেলার ঔষধ শিল্পের সমস্যা দূর করতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। এজন্য ঔষধ বিক্রয় প্রতিষ্ঠান মালিকদেরও আন্তরিক হতে হবে। পাশাপাশি ঔষধ বিক্রয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্তদের আর্থিক লাভের পাশাপাশি সেবার মনোভাব বজায় রাখতে হবে। কারণ এ ব্যবসার সাথে মানবসেবার বিষয় জড়িত রয়েছে।
সরকার স্বীকৃত ঔষধ ব্যবসায়িদের একমাত্র জাতীয় সংগঠন বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি রামু উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কেমিস্ট সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার (১ ফেব্রæয়ারি) সকাল ১১টায় রামু স্বপ্নপুরী কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি রামু উপজেলা শাখার সভাপতি আবুল কাশেম খাঁন (একে খাঁন) এর সভাপতিত্বে সম্মেলনে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবছার কামাল। এতে বিশেষ ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান।
চম্পক বড়ুয়া জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি রামু উপজেলা শাখার সহ সভাপতি অধ্যাপক ছৈয়দ আকবর, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি কক্সবাজার জেলা শাখার সদস্য তিলক চৌধুরী, রামু শাখার সদস্য গর্জনিয়ার মৌলানা আলী আকবর ও তৌহিদুল আরাফাত, রামুর ওসমান গনি, জোয়ারিয়ানালার মিরন কান্তি দাশ, পানিরছড়ার নুরুল আমিন, কাউয়ারখোপের মোর্শেদ আমিন, চা বাগানের মৌলানা মনির আহমদ, পাঞ্জেখানার আমিরুল ইসলাম, তেচ্ছিপুলের ছিদ্দিক আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস সমিতি রামু উপজেলা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ মধ্যাহ্নভোজে অংশ নেন।