বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার শাখার উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলনমেলা ও চড়–ইভাতি ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পর্যটন উপবন লেকে মনোমুগ্ধকর আয়োজনে শনিবার (২৮ জানুয়ারি) এ মিলনমেলা সম্পন্ন হয়।
মিলনমেলায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রামু উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আফসানা জেসমিন পপি। বাংলাদেশ মানবাধিকার কমিশন রামু উপজেলার শাখার সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু।
এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- উখিয়া কলেজের অধ্যাপক ছৈয়দ আকবর, বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক আখতারুল আলম চৌধুরী, গর্জনিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা আবদুল হামিদ, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, আওয়ামীলীগ নেতা ইউনুচ খান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানা, বিশিষ্ট হোমিও চিকিৎসক নাসির উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী মানসী বড়ুয়া ও গোলাম মোস্তফা বাবুল, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের মেম্বার রাবেয়া বসরী, বাংলাদেশ মানবাধিকার কমিশন খুনিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি ডা. সানাউল্লাহ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সভাপতি মোকতার আহমদ, ঈদগড় ইউনিয়ন সভাপতি জাফর ইকবাল, জোয়ারিয়ানালা ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান, রশিদনগর ইউনিয়ন সভাপতি জাফর সাদেক, ব্যাংকার জয়নাল আবেদিন, আক্তার কামাল ও আরিফুল ইসলাম, সালমান শাহ আবীর, সুমিত রায়হান রবিন প্রমূখ।
মিলনমেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন- মানসী বড়ুয়া, গোলাম মোস্তফা বাবুল, মোবারক, প্রেরনা বড়ুয়া স্বস্তি, বুলবুল খান। এতে কৌতুক পরিবেশন করেন সাংবাদিক সোয়েব সাঈদ। পরে র্যাফেল ড্র এবং বিশেষ মোনাজাত এর মাধ্যমে দিনব্যাপী আয়োজন সম্পন্ন হয়।