রাজধানী বাসাবোর বাসিন্দা নন্দিতা বড়ুয়ার মরণোত্তর অঙ্গদানের কর্নিয়ায় চোখের আলো ফিরে পেয়েছেন দুই ব্যক্তি। মায়েরই দেখানো পথে দুই মেয়ে শাপলা বড়ুয়া এবং সেজুতি বড়ুয়াও মরণোত্তর অঙ্গদানের ইচ্ছা পোষণ করেছেন। চোখে আলো ফিরে পাওয়া দুজন হলেন কাওখালি কলেজের ব্যবস্থাপনার বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (২৩) ও পটুয়াখালীর দলিল লেখক আব্দুল আজিজ (৫০)।