বান্দরবান জেলার লামা উপজেলার সদর হাসপাতাল পাড়াস্থ সুষেন বড়ুয়ার বাড়িতে সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে। ১৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল দশটায় উক্ত দানানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন লামা দরদরি সুনন্দ বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাশ্রী মহাথের। প্রধান অতিথির আসন অলংকৃত করেন দেবপাহাড় পূর্ণাচার আন্তর্জাতিক বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আর্যপ্রিয় মহাথের।
চকরিয়া কেন্দ্রীয় জেতবন বিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞা মুদিতা থের’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ধর্মদেশনা দান করেন রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের প্রধান পরিচালক ভদন্ত শীলপ্রিয় মহাথের, রামু প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র থের, শাকপুরা তপোবন বিহারের উপাধ্যক্ষ ভদন্ত এম প্রজ্ঞামিত্র থের, মছদিয়া জ্ঞান বিকাশ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মতিলক থের, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ থের, রামু চারিতীর্থ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত প্রজ্ঞাসত্য ভিক্ষু প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান দাতা সুষেন বড়ুয়ার পুত্র সন্তান জিকু বড়ুয়া জানান, পূর্বপুরুষ প্রয়াত সংঘদাশ বড়ুয়া সহ সকল জ্ঞাতীদের উদ্দেশে উক্ত পুণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, অনুষ্ঠানে স্থানীয়রা ছাড়াও বিভিন্ন অঞ্চল থেকে আত্মীয়-স্বজনরা অংশগ্রহণ করেন।