আগামী ১৩ মার্চ অনুষ্ঠিতব্য রামু উপজেলা যুবলীগের সম্মেলনে সভাপতি প্রার্থী সাবেক জেলা যুবলীগ নেতা ও কৃতি ফুটবলার পলক বড়ুয়া আপ্পুর সমর্থনে রামুতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার, ১৯ ফেব্রুয়ারি বিকালে রামু এভারেষ্ট টিচিং ইন্সটিটিউট মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- রামু উপজেলা যুবলীগের সহ সভাপতি ওসমান সরওয়ার মামুন। এতে সাবেক জেলা যুবলীগ নেতা ও কৃতি ফুটবলার পলক বড়ুয়া আপ্পু ছাড়াও বক্তব্য রাখেন- রামু উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তপন বড়ুয়া, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ছিদ্দিক আহমদ, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি নবু আলম, রামু এভারেস্ট টিচিং ইন্সটিটিউট এর অধ্যক্ষ, সাবেক ফুটবলার রাজু বড়ুয়া, ডুলাহাজারা কলেজের অধ্যাপক ও কক্সবাজারের বেতারের অনুষ্ঠান ঘোষক পরীক্ষিৎ বড়ুয়া টুটুন, রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক চৌধুরী, রাজারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরওয়ার কামাল সোহেল, চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সাবেক ছাত্রনেতা প্রবাল বড়ুয়া নিশান, তরুপ বড়ুয়া, তুহিন বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ফিরোজ মিয়া, ফতেখাঁরকুল ইউপি সদস্য আজিজুল হক আজিজ ও মো. ইউনুস, রামু উপজেলা যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন টাপু, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, আওয়ামীলীগ নেতা ওবাইদুল হক, রামু উপজেলা তাতীলীগের যুগ্ন আহবায়ক শাহজালাল মিয়া, সাবেক মেম্বার লিটন বড়ুয়া প্রমূখ।
কক্সবাজার জেলা তাতীলীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো ও রেফারি ওমর ফারুক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে রামু উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, তাতীলীগ, শ্রমিকলীগ, মৎস্যজীবিলীগ, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতৃবৃন্দ সহ সর্বস্তুরের জনতা উপস্থিত ছিলেন।
মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা বলেন- পলক বড়ুয়া আপ্পু রাজনৈতিক অঙ্গনের সফল ব্যক্তিত্ব। তিনি সাবেক কৃতি ফুটবলার এবং সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। বিগত করোনাকালে তিনি রোগীদের সেবা, সচেতনতামূলক প্রচারনা এবং খাদ্যসামগ্রী বিতরণ করে এলাকায় ব্যাপক প্রশংসিত হন। তার মতো উদার, কর্মঠ ব্যক্তি যুবলীগের নেতৃত্বে এলে রাজনৈতিক অঙ্গনে সুদিন ফিরে আসবে। তাই যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা ও রামু উপজেলা যুবলীগের সকল নেতৃবৃন্দের কাছে পলক বড়ুয়া আপ্পুকে সভাপতি পদে পেতে আকুল আবেদন জানান বক্তারা।