রামু ব্রাদার্স ইউনিয়নের মিলনমেলা আয়োজন করা হবে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রীকেট স্টেডিয়ামে ‘জেলা প্রথম বিভাগ ক্রীকেট লীগ ২০২২’ এ রামু ব্রাদার্স ইউনিয়ন ক্রীকেট দলের অংশ গ্রহন, রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘রামু শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২’ এ রামু যুব একাদশের অংশ গ্রহন ও চ্যাম্পিয়ন হওয়া এবং কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ‘বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ ২০২২-২৩’ এ রামু যুব একাদশের অংশগ্রহণ বিষয়ে পর্যালোচনা ও তিনটি টুর্নামেন্টের হিসাব উপস্থাপন করা হয়।
সভায় রামু ব্রাদার্স ইউনিয়নের মিলনমেলা আয়োজনের প্রস্তাব সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়। পরে উপস্থিত সকলের সম্মতিক্রমে ‘রামু ব্রাদার্স ইউনিয়ন মিলনমেলা উদযাপন পরিষদ ২০২৩’ গঠন করা হয়। এ কমিটিতে তরুপ বড়ুয়াকে আহ্বায়ক, খালেদ শহীদ, প্রবাল বড়ুয়া নিশান ও আনছারুল হক ভূটোকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
রামু ব্রাদার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পুর স্বাগত বক্তব্যে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় রামু ব্রাদার্স ইউনিয়নের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, রামু যুব একাদশের সাধারণ সম্পাদক প্রবাল বড়ুয়া নিশান, জেলা তাতী লীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য প্রকাশ সিকদার প্রমুখ।