পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা ২০২২ এ চুড়ান্তভাবে উত্তীর্ণদের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, রবিবার চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়। তিন শ্রেণি মিলে সর্বমোট ৩৩ জন শিক্ষার্থী চুড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে। তৎমধ্যে তৃতীয় শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ৬ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ৪ জন। চতুর্থ শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ৬ জন। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে ৪ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে ৫ জন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষুর কাছে চুড়ান্ত ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা নিয়ন্ত্রক রামু সরকারি কলেজের শিক্ষক ভুবন বড়ুয়া। এসময় পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক শিক্ষক শিপন বড়ুয়া এবং সদস্য সচিব শিক্ষক উপেল বড়ুুয়া উপস্থিত ছিলেন।
আহবায়ক শিপন বড়ুয়া জানান, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৪৪ জন শিক্ষার্থীদের পুণরায় মৌখিক (আবৃত্তি) পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হয়। ১৮ ফেব্রুয়ারি, শনিবার শ্রেণি ভেদে মোট তিন পর্বে উক্ত মৌখিক পরীক্ষা রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কা হতে ত্রিপিটক সাহিত্যের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ও চট্রগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রিয়রত্ন মহাথের। লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর একত্রে যোগ করে চুড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়েছে।
চুড়ান্তভাবে ফলাফল প্রাপ্তদের তালিকা
তৃতীয় শ্রেণি : ট্যালেন্টপুল
প্রজন্ম বড়ুয়া দিব্য, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। প্রতীম বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। পুলক বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। বিবেক বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নির্ভীক বড়ুয়া দিব্য,এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। প্রিয়ন্তি বড়ুয়া (বৃষ্টি), এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু।
সাধারণ গ্রেড :
সূচি বড়ুয়া (জুম), এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। অর্ক বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। সপ্তর্ষী বড়ুয়া (আস্থা), পূর্ব রাজারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়। শুভার্থী বড়ুয়া শুভ, রামু উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
চতুর্থ শ্রেণি
ট্যালেন্টপুল :
আর্দ্র বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। অপসরা বড়ুয়া, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়। চন্দ্রিমা বড়ুয়া (তরি), এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। আদ্রিতা বড়ুয়া (অর্থি), এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। অদ্বিতীয়া বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। আবেশ বড়ুয়া (সৃজন), এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। প্রবারণ বড়ুয়া,এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। রিয়া বড়ুয়া, রামু উপজেলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাধারণ গ্রেড :
প্রিয়জিত বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। অহনা বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিঃস্বার্থ বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আদিত্য বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। শ্রেয়সী বড়ুয়া(পিকসি), রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। রোদসী বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু।
পঞ্চম শ্রেণি
ট্যালেন্টপুল :
দিশা বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। আর্য্য বড়ুয়া, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়। অজরা মুৎসুদ্দী, রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুভা বড়ুয়া পূর্ণা, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সাধারণ গ্রেড
রাবন্ন বড়ুয়া দৃষ্টি, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। সব্যসাচী বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। শচীন বড়ুয়া, এভারেস্ট টিচিং ইনস্টিটিউট, রামু। অর্থী বড়ুয়া, রামু খিজারী বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজ বড়ুয়া, মরিচ্যা পালং ইনস্টিটিউট।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, শুক্রবার পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল দশটায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশী বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়গুরু, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদকপ্রাপ্ত, আন্তর্জাতিক পরিমণ্ডলে খ্যাতি সম্পন্ন সংঘপুরোধা, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ, বিনয়াচার্য, পণ্ডিত প্রয়াত ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র স্মরণে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ উক্ত ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেন।
পরীক্ষায় রামু উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় হতে পঞ্চম শ্রেণির বৌদ্ধ ছাত্রছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু জানান, নতুন প্রজন্মের মাঝে আলোকিতজন পণ্ডিত ভদন্ত সত্যপ্রিয় মহাথের মহোদয়কে তুলে ধরতে এবং ধর্মীয় নৈতিকতার ভিত সম্পন্ন প্রজন্ম ও সমাজ বিনির্মাণের লক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি পণ্ডিত সত্যপ্রিয় মহাথের ধর্মীয় মেধাবৃত্তি পরীক্ষায় চুড়ান্তভাবে উত্তীর্ণদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।