রামুতে ৬৩ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রামুতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্যে রামু উপজেলার এগার ইউনিয়নের ২৬৫ কেন্দ্রে দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ প্রতিপাদ্যে রামু উপজেলার এগার ইউনিয়নের ২৬৫ কেন্দ্রে দিনব্যাপী কার্যক্রমের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৫ হাজার শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
রামুতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামু স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল হুদা শাওন, ডা. সিবলী সাদিক, ডা. ফারজানা আকতার মিম, জুনিয়র কনসালটেন্ট সার্জারী ডা. আবু ইমরান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পণ বড়ুয়া, ইপিআই টেকনোলজিস্ট আলী আকবর, রামু স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. ইসহাক ইমরান, নার্স মিলকি পাল, অরুনা বড়ুয়া, শিউলী দাশ, কাজলি বড়ুয়া, কম্পিউটার অপারেটর দীপঙ্কর বড়ুয়া ধীমান প্রমুখ।
রামুতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া উপজেলার বিভিন্ন টিকাকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁরা ফতেখাঁরকুল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, রাজারকুল কমিউনিটি ক্লিনিক, তেচ্ছিপুল কমিউনিটি ক্লিনিক, ফরেস্ট অফিস কমিউনিটি ক্লিনিক, রামু সীমা মহাবিহার সংলগ্ন দীপক ধরের বাড়ি টিকাকেন্দ্র, ঢালারমুখ রমিজ আহমদের বাড়ি টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ও শিশুকে ভিটামিন-এ খাওয়াতে আসা অভিভাবকদের সাথে কথা বলেন এবং সার্বিক সেবা কার্যক্রম বিষয়ে খোঁজখবর নেন।

টিকাদান পরিদর্শন কালে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু, কক্সবাজার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আমিন উপস্থিত ছিলেন।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া আমাদের রামু ডটকম কে জানান, রামু উপজেলার ৬৩ হাজার শিশুকে আজ সোমবার এক দিনে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা সহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং ডায়রিয়া ব্যাপ্তিকাল ও জটিলতা কমাবে ভিটামিন এ ক্যাপসুল। এতে শিশুর মৃত্যুর ঝুঁকি কমায়।