গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আমি গর্ব অনুভব করছি যে, আমাদের দেশে এ রকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে; যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক সহ সব বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা কিন্তু পথ দেখাচ্ছ আমাদের। আমি আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিযয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’
রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে।