রামুর সাবেক ফুটবলারদের সংগঠন ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’ পরিচালনার জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে পলক বড়ুয়া আপ্পু সভাপতি, খালেদ শহীদ সাধারণ সম্পাদক, আবু বক্কর ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সাধারণ সভায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বাফুফে’ সদস্য বিজন বড়ুয়া নতুন কমিটি ঘোষণা করেন।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সভা ও নৈশভোজে প্রধান অতিথির বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সংগঠনের আহ্বায়ক তরুপ বড়ুয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, পলক বড়ুয়া আপ্পু- সভাপতি, বিমল বড়ুয়া, ইঞ্জি: তরুন বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, সজল বড়ুয়া, মো. নবু আলম, উজ্জ্বল বড়ুয়া- সহ-সভাপতি, খালেদ শহীদ- সাধারন সম্পাদক, জিটু বড়ুয়া, রুহুল আমিন রকি- যুগ্ম সাধারণ সম্পাদক, আবদুর রহিম- অর্থ সম্পাদক, আবু বক্কর ছিদ্দিক- সাংগঠনিক সম্পাদক, সুপন বড়ুয়া শিপন- ক্রীড়া সম্পাদক, ফরিদুল আলম- দপ্তর সম্পাদক, প্রকাশ সিকদার- আপ্যায়ন সম্পাদক, ওমর ফারুক মাসুম- প্রচার সম্পাদক, পুলক বড়ুয়া- সাংস্কৃতিক ও সাজসজ্জা সম্পাদক, সুবীর বড়ৃয়া বুলু, কিশোর বড়ুয়া, ছিদ্দিক আহমদ, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, আবছার কামাল, দুলাল বড়ুয়া, তরুপ বড়ুয়া, রাজু বড়ুয়া, রিটু বড়ুয়া, সুকুমার বড়ুয়া বুলু, বিপুল বড়ুয়া আব্বু, রূপায়ন বড়ুয়া, বিকাশ বড়ুয়া বিভাষ, চম্পক বড়ুয়া- নিবাহী সদস্য।
রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠনকল্পে সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী সাইমুম সরওয়ার কমল এমপিকে প্রধান করে, ২৭ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির আলোচনা ও সিদ্ধান্তে ৩১ সদস্য বিশিষ্ট রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন, সুবীর বড়ুয়া বুলু, কিশোর বড়ুয়া, বিজন বড়ুয়া, নবু আলম, রাজু বড়ুয়া, নিলোৎপল বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, তরুন বড়ুয়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, আবছার কামাল, ইঞ্জি: তরুন বড়ুয়া, বিমল বড়ুয়া, রবীন্দ্র শর্মা, নুরুল হক চৌধুরী, সজল বড়ুয়া, দুলাল বড়ুয়া, অনুপ বড়ুয়া, তুহিন বড়ুয়া শানু, রতন মল্লিক, তিলক বড়ুয়া, চন্দন দাশ গুপ্ত, প্রবাল বড়ুয়া নিশান ও তরুপ বড়ুয়া। নতুন কমিটি ঘোষনার পূর্বে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করেন, সভার সভাপতি তরুপ বড়ুয়া।

সাধারণ সভা সঞ্চালনা করেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের যুগ্ম-আহ্বায়ক প্রকাশ সিকদার ও বিপুল বড়ুয়া আব্বু। এতে বক্তব্য রাখেন, সাইমুম সরওয়ার কমল এমপি, সুবীর বড়ুয়া বুলু, কিশোর বড়ুয়া, ছিদ্দিক আহমদ, তরুন বড়ুয়া, বিমল বড়ুয়া, আবছার কামাল, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, ইঞ্জি: তরুন বড়ুয়া, ব্যুমকেশ বড়ুয়া, দুলাল বড়ুয়া, তিলক বড়ুয়া, সুশান্ত পাল বাচ্চু, পুলক বড়ুয়া, বিজন বড়ুয়া, রাজু বড়ুয়া, নবু আলম, পলক বড়ুয়া আপ্পু, নুরুল হক চৌধুরী, চম্পক বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া, আবু বক্কর ছিদ্দিক, ওমর ফারুক মাসুম, রাশেদুল ইসলাম বাবু প্রমুখ।
সভায় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। দায়িত্ব প্রাপ্ত নতুন কমিটি রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সকলের সহযোগিতায় ক্লাবকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।