কক্সবাজারের রামু থেকে শনিবার ২০ কেজি গাজাসহ এক জনকে আটক করেছে র্যাব-১৫। আটক উর্মি আক্তার (২৮) কক্সবাজার শহরের নুনিয়া ছড়ার মৃত মোবারকের মেয়ে।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রি বেশে একজন মহিলা অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ চট্টগ্রাম হতে একটি হানিফ পরিবহণ বাসে কক্সবাজারের উদ্দেশ্যে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল শনিবার দুপুর সাড়ে ১২ টায় কক্সবাজার জেলার রামুর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফতেখাঁরকুল ইউনিয়নের বাইপাসে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই নারীকে আটক করে।
র্যাব আরও জানায় উদ্ধারকৃত মাদকদ্রব্য (গাঁজা) সহ আটককৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।