এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার দুইযুগ পুর্তি উৎসব উপলক্ষ্যে আয়োজিত এসএসসি ৯৯ ব্যাচ ক্রিকেট লীগ ২০২৩ এ চ্যাম্পিয়ন হয়েছে কিংস ৯৯ একাদশ। শনিবার, ২৫ ফেব্রুয়ারি সকাল ৯ টায় কক্সবাজার হোটেল শৈবাল মাঠে অনুষ্ঠিত খেলায় ইস্টার ৯৯ কে ৮ উইকেটে পরাজিত করে কিংস ৯৯।
শুরুতে টসে জিতে কিংস ৯৯ এর অধিনায়ক মুজিব উল্লাহ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ইস্টার ৯৯ নির্ধারিত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করে। ইস্টার ৯৯ এর পক্ষে তানভীর ৭৮,ডা. হাসনাত ৩১ ,পারভেজ ১৩, ডা. তারিন ১০ রান সংগ্রহ করে। কিংস ৯৯ এর পক্ষে ফখরুল, রাজিব, মুজিব, মেহেদী একটি করে উইকেট লাভ করে।
জয়ের জন্য ১৬৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কিংস ৯৯ এর শাহ আমানত ও সুমনের অসাধারন ব্যাটিং নৈপূণ্যে মাত্র ২ উইকেট হারিয়ে ১৪ ওভার ২ বলে ১৭০ রান সংগ্রহ করে। কিংস ৯৯ এর পক্ষে শাহ আমানত অপরাজিত ৮২, সুমন অপরাজিত ৫৭ রান সংগ্রহ করে। বিজয়ী দলের শাহ আমানত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। সমাপনী খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন- এ্যাডভোকেট দিদারুল আলম রাজিব ও এ্যাডভোকেট জিয়া উদ্দিন মাহমুদ তমাল।
গত ২৭ জানুয়ারি এসএসসি ৯৯ ক্রিকেট লীগ ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম ৯৯ উদ্বোধন করেন- কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন। ক্রীকেট লীগে এসএসসি ৯৯ ব্যাচের সদস্যদের নিয়ে গঠিত ৫টি দল অংশগ্রহন করে।
এসএসসি ৯৯ ক্রিকেট লীগ-২০২৩ এর আহবায়ক তানভীর মোকাম্মেল জোসেফ ও সদস্য সচিব আসিফ রেজা জানান- শীঘ্রই বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলার দুইযুগ পুর্তি উৎসব আয়োজন করা হবে। ওই অনুষ্ঠানে এসএসসি ৯৯ ক্রিকেট লীগ-২০২৩ এর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রপি বিতরণ করা হবে।
সমাপনী খেলায় এসএসসি ৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো, সহ সভাপতি মোহাম্মদ আলীর, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ, প্রতিষ্ঠাতা আহবায়ক মীর মুহাম্মদ আব্দুল মালেক, প্রথম সভাপতি আবদুর রউফ, সাবেক সভাপতি ডা. রিদওয়ান তারিন, ডা. রনজন বড়–য়া রাজন ও শওকত ওসমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, মোহাম্মদ শাহরিয়ার রিয়াদ, প্রতিষ্ঠাতা সদস্য শেফায়েত সালাম রিয়াদ, ক্রিকেট লীগ-২০২৩ এর আহবায়ক তানভীর মোকাম্মেল জোসেফ, সদস্য সচিব আসিফ রেজা, অনলাইন ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম’৯৯ সমন্বয় কমিটির আহবায়ক তথ্য প্রযুক্তিবিদ আরিফুল ইসলাম, যুগ্ন আহবায়ক ফখরুল আলম, সদস্য সচিব রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, যুগ্ম সদস্য সচিব কাজল শর্মা, জাবেদ উল্লাহ মিয়া, আরিফুল ইসলাম, ফখরুল আলম প্রমূখ।
এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা সভাপতি মোঃ হাসান মাহমুদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা সভাপতি মীর মুহাম্মদ আব্দুল মালেক বলেন- ২০১১ সালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে কক্সবাজারে ৯৯ ব্যাচের যাত্রা শুরু হয়। এরপর থেকে চিত্তবিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি, মেডিকেল ক্যাম্প পরিচালনা, দান/সাদকা/যাকাত ফান্ড গঠন ও বন্টন, এতিমখানা ও মাদ্রাসায় অর্থ সহায়তা ও টিন বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসহায় কর্মহীন জেলেদের পাশে দাঁড়ানো, সবার আগে সরকারের সহযোগী হিসেবে নিরাপদ পানি ও স্যানিটেশনের ব্যবস্থা করা, করেনাকালীন খাদ্যদ্রব্য বিতরণ কর্মসূচীসহ নানান কর্মসূচি সফলভাবে পালন করে আসছে। এছাড়া ক্রীড়া চর্চা ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এ সংগঠন ক্রীকেট লীগ এবং অনলাইন ভিত্তিক সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রজন্ম’৯৯ আয়োজন অব্যাহত রেখেছে।