খিজারীয়ান ৮৬’র বন্ধু পলক বড়ুয়া আপ্পু ও খালেদ শহীদ রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু সংগঠন নেতৃবৃন্দরা।
গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খিজারীয়ান ৮৬’র সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া বন্ধু সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানান।
অভিনন্দন বার্তায় খিজারীয়ান ৮৬’র সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া বলেন, ক্রীড়া ঐতিহ্যে সমৃদ্ধ অঞ্চল রামু। সাবেক ফুটবল খেলোয়াড়দের হাত ধরে, রামুর ক্রীড়া ঐতিহ্য আরও সুদূর প্রসারী হবে বলে আমরা বিশ্বাস করি। সাবেক ফুটবল খেলোয়াড়দের সংগঠন ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’। এ সংগঠনের নবযাত্রায় হাল ধরেছে খিজারীয়ান ৮৬’র দুই বন্ধু।
তিনি বলেন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন, খিজারীয়ান ৮৬’র সাংস্কৃতিক সম্পাদক পলক বড়ুয়া আপ্পু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খিজারীয়ান ৮৬’র সভাপতি খালেদ শহীদ। তাদের বিজয়ে আমরা খিজারীয়ান ৮৬’র বন্ধুরা উচ্ছ্বসিত ও আনন্দিত। দুই বন্ধু রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
একই সঙ্গে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, ক্রীড়া সম্পাদক সুপন বড়ুয়া শিপন সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খিজারীয়ান ৮৬’র নেতৃবৃন্দরা।
অভিনন্দন দাতারা হলেন, খিজারীয়ান ৮৬’র সাধারণ সম্পাদক ও গর্জনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন বড়ুয়া, খিজারীয়ান ৮৬’র নির্বাহী সদস্য রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, জেলা পরিষদ সদস্যদের সাবেক সদস্য নুরুল হক, খিজারীয়ান ৮৬’র সহ-সভাপতি রাজনীতিক ও সমাজকর্মী জহির উদ্দিন কাজল, সহ-সভাপতি সাহেদ সরওয়ার, যুগ্ম-সম্পাদক কক্সবাজার জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, উইথো চিং, সাংগঠনিক সম্পাদক আইনজীবী সহকারী রূপন শর্মা, শিক্ষা সম্পাদক জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক সিকদার, ক্রীড়া সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, সমাজসেবা সম্পাদক প্রবাল বড়ুয়া নিশান, গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাসেম, অসিত পাল, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ক্যাশিয়ার বিপন বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য মো. সাহাব উদ্দিন, স্বপন বড়ুয়া মেম্বার, পানেরছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক মমতাজ উদ্দিন আহমদ, দোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার শর্মা, বৃক্ষ গবেষক কিশোর কুমার বৈদ্য ময়না, ব্যবসায়ী নজিবুল আলম, শফিউল আমিন, আবদুর রহমান, কলিম উল্লাহ, নুরুল কবির, জয়নাল আবেদিন, সাইফুল ইসলাম, রামু চৌমুহনী বনিক সমিতির সদস্য মো. আজিজুল হক, সংগীত শিল্পী গোলাম মোস্তফা বাবুল, ডাকঘর কর্মকর্তা মুবিনুল হক, বেসরকারি সংস্থার কর্মকর্তা জাবেদ সুলতান, প্রবাসী বন্ধু জমিন উ, মো. নাছির উদ্দিন সহ খিজারীয়ান ৮৬’র সদস্যরা।