মৌলবাদি ও সাম্প্রদায়িক গোষ্টী কতৃক ২০১৫ সালে ঢাকায় বইমেলা থেকে বের হবার পর প্রকাশ্য রাস্তায় হত্যাকাণ্ডের শিকার হন বিজ্ঞান লেখক ও গবেষক অভিজিৎ রায়।
বিজ্ঞান লেখক অভিজিৎ রায় স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।
সিপিবি কক্সবাজার জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক স্বপন রায় চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রগতি লেখক সংঘের সদস্য কবি তাপস বড়ুয়া,উদীচী কক্সবাজারের সহ সভাপতি আশুতোষ রুদ্র,সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা মাহমুদা খা,প্রকৌশলী অন্তিক চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক মুক্তাদিল জয় প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কবি ইয়াসির আরাফাত,ছাত্র ইউনিয়ন নেতা বাবলু দে,মোহাইমিন উল্লাহ রানিম,মোঃ আরিফ,সংস্কৃতি কর্মী শৈবাল বড়ুয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন,আপোষহীন অভিজিৎ রায়ের স্বপ্ন ছিলো বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক সমাজ। এই সমাজ বির্ণিমানে আমৃত্যু লড়াই করে গেছেন।