এ.এম হোবাইব সজীব:
কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আবদুল মজিদ (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৬টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালী ব্রীজের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আবদুল মজিদ চকরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
চকরিয়া থানার ওসি (তদন্ত) মো. কামরুল আজম আমাদের রামু কে বলেন, চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের বাটাখালী ব্রীজের নীচে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে থানার একদল পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত লাশ আবদুল মজিদ ওরফে প্রকাশ মজিদ বলির বলে নিশ্চিত হয় পুলিশ।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আবদুল মজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।