এম.এ আজিজ রাসেল:
রামু উপজেলার পানিরছড়া এলাকা থেকে ৩টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। ৪ অক্টোবর দুপুর দেড়টায় এ অভিযান চালানো হয়।
র্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক এএসপি মোঃ শরাফত ইসলাম জানান, অস্ত্র ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে র্যাবের চৌকষ একটি দল ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রামু থলিয়া ঘোনার মৃত মোঃ মোস্তফার পুত্র আহম্মদ হোছন (৩০) কে আটক করা হয়। পরে তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ তল্লাশী করে ৩টি দেশীয় ওয়ান শুটার গান ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয় করার কথা স্বীকার করে। তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।