আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি সশরীরে তদারকি করা এবং ওয়াকিবহাল হওয়ার জন্য শুক্রবার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অফিস করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও সরকারপ্রধান শেখ হাসিন। দলীয় একাধিক সূত্র রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। খবর রাইজিংবিডির।
সূত্র জানায়, আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে কেন্দ্র ইতিমধ্যে সাজ সাজ রব ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সভাপতির কার্যালয়কে কেন্দ্র করে।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি কাজ করছে। প্রস্তুতি নিয়ে বৈঠক এবং বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের আনাগোনায় সরগরম হয়ে উঠেছে কার্যালয়টি। এরইমধ্যে কার্যালয়ের ভিতর থেকে বাইরে রঙিন আলোয় সজ্জিত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক রাজনৈতিক কার্যালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, ‘আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে কার্যালয়ের পক্ষে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সভাপতির বসার কক্ষও গোছানো হয়েছে। নতুন করে বসার চেয়ার-টেবিল আনা হয়েছে, সম্মেলন কক্ষে এসির ব্যবস্থা করা হয়েছে। এজন্য কার্যালয়ের সামনের সড়কের ফুটপাত থেকে অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের পক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন আমরা অপেক্ষায় আছি নেত্রীকে কখন কার্যালয়ে দেখতে পারব।
উল্লেখ্য, সবশেষ ৭ নভেম্বর ২০১৪ সালে রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন শেখ হাসিনা।