গাজীপুরের কালিয়াকৈরে স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃতদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- কালিয়াকৈর উপজেলার গাছবাড়ী এলাকায় মৃত রহম আলীর ছেলে মফিজ উদ্দিন (৩৮) ও একই এলাকার মকুল মিয়ার ছেলে ফালু মিয়া (৪০)।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে ওই নারী ও তার স্বামীর মধ্যে ডিভোর্স হয়। এরপর থেকে ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করে আসছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে কৌশলে ওই নারীর ঘরে ঢুকে মফিজ ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে। তার ডাক-চিৎকারের আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষণকারী মফিজ ও ধর্ষণে সহযোগিতাকারী ফালু পালিয়ে যায়। এ ঘটনায় স্বামী পরিত্যক্তা ওই নারী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার এসআই আনোয়ার হোসেন জানান, মামলা দায়ের পরে বুধবার রাতে ধর্ষক মফিজ ও তার সহযোগী ফালুকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।