গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পূর্ব থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ধারালো চাকু উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ মার্চ) তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো- তারাজুল ইসলাম (২০), আব্দুল কাদির (২০), নূর মোহাম্মদ ওরফে রানা (১৬), শামীম (২০), শাকিল (২৫) ও সাগর হোসেন (২২)।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ছয় ডাকাতের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা শেষে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।