সৌদি আরবে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটিতে বসবাসরত কক্সবাজার সদর উপজেলার ১নং চৌফলদন্ডী ইউনিয়নের প্রবাসীরা ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (২৯ এপ্রিল) রাত ৮টায় সরাইয়া মাইছম-এ (কাহতল ওমরাহ ) অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমানকে সংবর্ধিত করা হয়। পরে তিনি প্রবাসী চৌফলদন্ডী ইউনিয়নবাসী আয়োজিত নৈশভোজে যোগ দেন।
ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান। সরাইয়া সিটি’র সহ-সভাপতি মোহাম্মদ শফি’র সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদ মক্কা’র সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য মনজুর আলম।
সভায় প্রবাসী কক্সবাজার জেলা আওয়ামীলীগ ফোরামের সভাপতি শামশুল আলম, সাধারন সম্পাদক মোহাম্মদ সাহেদ সহ প্রবাসী আওয়ামীলীগ , যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পবিত্র ওমরাহ পালন করতে ৭ এপ্রিল সৌদি আরবে যান চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান। পবিত্র ওমরাহ পালন শেষে ৪ মে তিনি বাংলাদেশে ফিরবেন।