রামুতে বাংলা প্রথমপত্র, কোরআন মজিদ ও তাজভিদ পরীক্ষার মধ্য দিয়ে শুরু হওয়া প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে ২৯৭৪ জন শিক্ষার্থী । অনুপস্থিত ছিলো ১৪ জন পরীক্ষার্থী। রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান রবিবার সকালে রামুর এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের পরিবেশ এবং পরীক্ষার্থীদের বিষয়ে খোঁজখবর নেন। তিনি রামু টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে কারিগরি পরীক্ষা কেন্দ্র, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র ও রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো রাইসুল ইসলাম, রামু থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ সহ পরীক্ষা কেন্দ্রের সচিব ও হল সুপাররা উপস্থিত ছিলেন।
জানা গেছে, রামু উপজেলার ছয়টি ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দুইটি, ঈদগাঁও উপজেলার একটি ও উখিয়া উপজেলার একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে রামুর ১৯ বিদ্যালয়ের ১৮৭৮ জন শিক্ষার্থী রবিবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা ও গর্জনীয়া ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্র দুইটিতে ৬৫১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় এবং রামু টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটিউট, রামু বালিকা উচ্চ বিদ্যালয় ও রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র তিনটিতে ৪৪৫ জন শিক্ষার্থী কারিগরি পরীক্ষায় অংশ নেয়।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূত্রে জানা গেছে, রামু খিজারি সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের ৮৭৫ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ৫০২ জন, নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের ১১৩ জন ও কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের ১১৪ জন, ঈদগাও উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৯৭ জন এবং উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে গোয়ালিয়া পালং এসইএসডিপি মডেল হাই স্কুলের ৮৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে ৩৬১ জন, রামু গর্জনীয়া ফয়জুল উলুম দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৯০ জন দাখিল পরীক্ষায় এবং রামু টেক্সটাইল ভোকেশনাল ইনিস্টিটউট কেন্দ্রে ২০৮ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯২ জন, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৪৫ জন কারিগরি পরীক্ষায় অংশ নিয়েছে।
পরীক্ষা কেন্দ্র সচিবরা জানান, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে ১২ জন এবং নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ২ জন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলো।
এদিকে অনিশ্চিত হয়ে পড়া রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষার অংশ নেওয়ার সুযোগ পেয়েছে এবং ১ জন শিক্ষার্থীকে বিভাগ পরিবর্তন করে তাকেও পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। রবিবার সকাল ৯ টায় তাদের হাতে প্রবেশপত্র তোলে দিয়ে পরীক্ষায় অংশগ্রহন নিশ্চিত করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। প্রবেশপত্র হাতে পেয়ে খুশিতে উৎফুল্লিত হয় ওই ১৭ জন শিক্ষার্থী।
রামুতে এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপদ যাওয়া-আসার জন্যে ও সড়কে অতিরিক্ত যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রবিবার সকালে ও দুপুরে রামু চৌমুহনী স্টেশনে রামু থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা। এ সময় তিনি যত্রতত্র গাড়ি পার্কিং ও সড়কে গাড়ি দাঁড় করানো গাড়ি চালকদের সর্তক করে দেন। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক চলাচলে রামু থানা পুলিশের বিশেষ টিম পরীক্ষা চলাকালীন সময়ে কাজ করবে বলেও জানান।