বঙ্গবন্ধুর ম্যুরালে মহান মে দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে লামায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। সোমবার, ১ মে লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে লামায় শ্রমিক লীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় অংশ নেন লামা পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম, পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক,লামা উপজেলা আ, লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জাতীয় শ্রমিক লীগ লামা উপজেলার আহবায়ক মোঃ নাছির উদ্দীন, সদস্য সচিব মোঃ শাহেদ উদ্দীন, পৌর সদস্য সচিব মোঃ শামীম সহ অনেকেই।
প্রসংগত, মহান মে দিবস বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।’