রামুতে পচা গরু মাংস বিক্রির দায়ে নুরুল ইসলাম নামের এক মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২ মে) ভোরে রামু উপজেলার চৌমুহনী স্টেশনের উত্তর পাশে মাছ বাজারের নুরুল ইসলাম নামের মাংস বিক্রেতাকে এই জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা।
গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রামু চৌমুহনী স্টেশনের উত্তর পাশে মাছ বাজারে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা।
এ সময় মাংস বিক্রেতা নুরুল ইসলামের দোকান থেকে পঁচা গরু মাংস জব্ধ করা হয়। অভিযুক্ত মাংস বিক্রেতা নুরুল ইসলামকে কঠোরভাবে সতর্ক করে, তাৎক্ষণিক তিন হাজার টাকা জরিমানা করেন ইউএনও ফাহমিদা মুস্তফা। এ ঘটনা আবারও প্রমাণিত হলে, অভিযুক্ত মাংস বিক্রেতার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারী করেন ইউএনও।
জব্দকৃত পঁচা গরু মাংস মাটি খুঁড়ে পুঁতে ফেলার জন্য রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সদস্য ও ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল হক আজিজের জিম্মায় দেয়া হয়।
অভিযুক্ত পঁচা গরু মাংস বিক্রেতা নুরুল ইসলাম, কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পুর্ব মেরংলোয়া গ্রামের ফজল কবিরের ছেলে।
নুরুল ইসলামের বিরুদ্ধে মরা গরু, অসুস্থ গরু ও পঁচা গরু মাংস বিক্রির অভিযোগ রয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে মাংস বিক্রেতা নুরুল ইসলাম জব্ধকৃত পঁচা গরু মাংস অন্য ব্যবসায়ীর বলে দাবী করেন।
এদিকে বারবার এমন ঘটনা গরু মাংস ক্রেতাদের মনে নানা প্রশ্ন তুলছে। মাংস খাওয়াতে বাড়ছে সন্দেহ । সম্প্রতি উখিয়ার মরিচ্যা বাজার থেকে ঘোড়ার মাংস বিক্রির দায়ে মাহাবুব নামে এক মাংস বিক্রেতাকে আটক করেছে পুলিশ।