নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়া উপজেলা রাজাখালী ইউনিয়নের আরব শাহ বাজার থেকে নেজাম উদ্দিন প্রকাশ নেজু (৩২) নামের এক ইউপি সদস্য ও তার চার সহযোগীকে আটক করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের মিয়াঁ পাড়া এলাকার আবুল কাশেমের পুত্র ও রাজাখালী ইউপির ২নং ওয়ার্ড সদস্য।
গত শনিবার ৯ অক্টোবর দিনগত রাত ১টার দিকে পেকুয়া থানার এসআই সুমন কান্তি গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউপি সদস্যের ব্যক্তিগত অফিসে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ তাকে ও তার চার সহযোগীকে আটক করে।
চার সহযোগীরা হলে, একই ইউনয়নের কাজির পাড়া এলাকার গোলাম রহমানের পুত্র মোঃ আনিস, মনির আহমদের পুত্র ফজল করিম, মিয়ার পাড়া এলাকার ছোটন আহমদের পুত্র আলী হায়দার ও চট্টগ্রামের বাশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের আলমগির চৌধুরীর পুত্র দিদারুল ইসলাম।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।