এম.এ আজিজ রাসেল:
জাতীয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগের ( সমন্বয় ও সংস্কার ) সচিব এন এম জিয়াউল আলম।
জেলা প্রশাসক মো: আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিয়ার রহমান, মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব মো: আনোয়ার হোসেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব আইনুল কবির, ব্র্যাক প্রতিনিধি কে এম মোর্শেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) কাজি আবদুর রহমান ও (রাজস্ব ) মো: আনোয়ারুল নাসের, রামু উপজেরা চেয়ারম্যান রিয়াজুল উল আলম, সদর উপজেলা চেয়ারম্যান জিএম. রহীমুল্লাহ, চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম, পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়াত আজিজ চৌধুরী রাজুসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় দারিদ্র বিমোচন ও বৈষম্য দূরীকরন, হত-দরিদ্রদের জীবন-যাপনে ঝুঁকি হ্রাস , বয়স্ক, বিধবা ভাতাসহ বিভিন্ন সামাজিক ভাতা বিষয়ক কর্মসূচী, খাদ্য নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করা হয়।