অর্পন বড়ুয়া:
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
আজ ৯ অক্টোবর রাত ৮টার দিকে তিনি প্রথমে কক্সবাজার শহরের কালিবাড়ি মন্দিরে যান। পরে পরিদর্শন করেন শরস্বতী বাড়ি পূজা মন্ডপ।
পরিদর্শনকালে সাংসদ বলেন, “হিন্দু, মসুলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সবার নাগরিক পরিচয় এক। আমরা সবাই বাঙালি। আমরা এ মাটির সন্তান। বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে।”
তিনি বলেন, কক্সবাজার ও রামুর পূজা মন্ডপগুলোতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে। নির্বিঘ্নে প্রধান এ ধর্মীয় উৎসব উদযাপন করবে হিন্দু সম্প্রদায়’’।
পরিদর্শনকালে সাথে ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমেদ জয়। তিনি বলেন, কক্সবাজার সদর উপজেলার ৪৩টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। মন্ডপগুলোতে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে পূজা উদযাপন করছে।
পরিদর্শন কালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল হক চৌধুরী, বর্তমান সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন চৌধুরী পুতু, শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার আলম চৌধুরী, কালিবাড়ি পরিচালনা কমিটির সভাপতি সুবিমল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক অরুন চক্রবর্তী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আযাদ বাবু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান শাকিল, মেহেদি হাসান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি মঈদ উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ কামাল, মো. আলী ছোটন, মোস্তাক আহমদ, মুজিবুল হক, জয়নাল, ছাত্রলীগ নেতা তৌহিদ।
শরস্বতী বাড়ি পরিদর্শন শেষে জেলা পূজা উদযাপন পরিষদ কার্যালয়ে যান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। পূজা উদযাপন পরিষদ সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, সদস্য সাংবাদিক বলরাম দাশ অনুপমসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এর পর কক্সবাজার শহরের ঘোনার পাড়া, বঙ্গপাহাড়, গোলদীঘির পাড়, খুরুস্কুল ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন।