বাহরাইনে এশিয়ান পার্লামেন্টারী এসেম্বলিতে বাংলাদেশের দলনেতা আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন- এসডিজি বাস্তবায়ন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই শুরু করেছেন। ১৬ ও ১৭ মে বাহরাইনে অনুষ্ঠিত দু’দিন ব্যাপী এ এসেম্বলিতে সভাপতিত্ব করেন বাহরাইনের আহমেদ আল মালুম এমপি।
২৩ টি দেশের পার্লামেন্টের ৯৫ জন এমপির উপস্থিততে সাইমুম সরওয়ার কমল এমপি আরো বলেন, কোন দেশের উন্নয়ন ব্যতিত গ্লোবাল কমিউনিটির উন্নয়ন হতে পারে না।
এশিয়ান পার্লামেন্টারী এসেম্বলি ইকুনোমি ফর সাসটেইনেবল ডেবলাপমেন্ট আলোচনার বিষয়বস্তু করায় বাংলাদেশে পক্ষ থেকে এপিএ কে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশ পৃথিবীর সর্বোচ্চ শরনার্থী বহন করছে। রোহিঙ্গা সমস্যা সমাধান ব্যতিত এসডিজি বাস্তবায়ন হতে পারে না। বাংলাদেশ ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষণে সব সময় সমসমর্থন করে। বাংলাদেশ সব সময় যুদ্ধ, জঙ্গিবাদ, সন্ত্রাস নাশকতা বয়কট করে।
এমপি কমল বলেন, দারিদ্রতা দূরীকরণ, গুনগত শিক্ষার প্রবর্তন, সুস্বাস্থ্য রক্ষাকরন, অবকাঠামো স্থায়ীকরন, পাবলিক প্রাইভেট পার্টনারশিল্প, অর্থনৈতিক উন্নয়ন, বৈষম্য দূরীকরণ, ন্যায় বিচার ও সুশাসন ইত্যাদি বিষয়ে শেখ হাসিনা বিশ্বমন্দা ও করোনা-১৯ এর পরও আজ বিশ্বব্যাপী সফলতা এবং সম্মান পেয়ে যাচ্ছেন।
এ আন্তর্জাতিক সভায় বাংলাদেশের পক্ষে এডভোকেট জাকিয়া তাবাস্সুম এমপি ও জাতীয় সংসদের উপ-সচিব রুবিনা ফেরদৌসি প্রতিনিধিত্ব করেন।
উল্লেখ্য যে, কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বাহরাইনে অনুষ্ঠিত সম্মেলনে যোগদানের কথা থাকলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা‘ প্রবল শক্তিশালী হয়ে তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজারে ১০ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা হলে তিনি রাস্ট্রীয় সফর বাতিল করেন।
পরে মাননীয় স্পিকারের নির্দেশে ১৫ মে সকাল ১০ টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সংসদীয় দলের সদস্যদের নিয়ে বাহরাইনের উদ্দেশ্যে যাত্রা করেন। আগামী ১৯ মে তিনি বাংলাদেশে ফিরে তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজার পৌঁছার কথা রয়েছে।