বাংলাদেশে রোহিঙ্গা সংকট দ্বারা প্রভাবিত স্থানীয় জনগোষ্ঠীর টেকসই উন্নয়নে দুর্বল সম্প্রদায় সহিংসতা থেকে সুরক্ষিত এবং ব্যাপক সুরক্ষা পরিসেবার কাজ এগিয়ে চলছে। বুধবার (১৭ মে) বেসরকারি সংস্থা ইপসা আয়োজিত জিবিভি এবং ননজিবিভি স্টেকহোল্ডারদের মধ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়।
রামু অফিসার্স ক্লাবে সকাল ১১টায় আই আর সি’র সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা।
ইপসা’র মিল কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রকল্প কার্যক্রমের উদ্দেশ্য উপস্থাপন করেন, ইপসা’র ডব্লিউপিই ম্যানেজার জকি দেওয়ান। তিনি বলেন, রামু উপজেলার ১১ ইউনিয়ন ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা, ঈদগড়, দক্ষিণ মিঠাছড়ি, কচ্ছপিয়া, গর্জনিয়া, চাকমারকুল, রশিদনগর, কাউয়ারখোপ, খুনিয়া পালং, রাজারকুল এবং চকরিয়া উপজেলার ডুলাহাজারা, খুটাখালী, ফাঁসিয়া খালী ইউনিয়নে রোহিঙ্গা সংকট দ্বারা প্রভাবিত হোস্ট সম্প্রদায়গুলিতে জেন্ডার বেইসড ভায়োলেন্স (জিবিভি) সহ সুরক্ষা উদ্বেগগুলির সুরক্ষা এবং প্রতিক্রিয়া বৃদ্ধি করা সহ নারি ও শিশু সুরক্ষার বিষয়ে কাজ করছে ইপসা।
সভায় আরও জানানো হয়, নারী সুরক্ষা এবং ক্ষমতায়ন, জবাবদিহিমূলক অনুশীলনে পুরুষদের জড়িত করা, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষমতায়ন, নীতি ও অনুশীলনে দুর্যোগ ঝুঁকি হ্রাস সহ আইনি এবং তাদের ক্ষমতায়নের জন্য সহায়তা প্রদান করা হয়।
সভায় বক্তারা বলেন, নির্যাতন কিংবা হয়রানির শিকার যে কোন নারী ও শিশুর পরিবার বা ব্যক্তি চাইলে ইপসার এ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য ও আইনি সেবা পাবেন। মহৎ এ উদ্যোগটি তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে পারলে এর সুফল বৃদ্ধি পাবে। বাল্য বিয়ে, নারী ও শিশু নির্যাতনের ঘটনার বিষয়ে স্থানীয় জনগোষ্ঠী সহ শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সচেতনতা বৃদ্ধিতে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারী ও শিশু নির্যাতন ক্রমেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
প্রকল্পের কার্যক্রম-চ্যালেঞ্জ আলোকপাত করে সভায় বক্তৃতা করেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন, উপেজলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন প্রমুখ।
ইউএসএআইডি ও ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) এর সার্বিক সহায়তায় আয়োজিত সভায় সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, আই আর সি’র প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।