কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় বাজারে স্বাস্থ্য বিভাগের অভিযানে একটি অবৈধ এক্স-রে সেন্টার বন্ধ করে দেয়া হয়েছে। এসময় বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন এবং একাধিক প্রতিষ্ঠানকে কাগজপত্র সংশোধনের জন্য পরামর্শ দেয়া হয়েছে।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও রামু উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়ার বিশেষ নির্দেশনায় বুধবার, ১৭ মে এ অভিযান চালানো হয়।
অভিযান ও পরিদর্শন দলে ছিলেন- রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পন বড়ুয়া, সহকারি স্বাস্থ্য পরিদর্শক দুলাল বড়ুয়া এবং স্বাস্থ্য সহকারি নজরুল ইসলাম।
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) দর্পন বড়ুয়া জানান- বাজারের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও নিরাপদ খাদ্য বাস্তবায়নে বিভিন্ন খাবার হোটেল, মুদির দোকান এবং বেকারি পরিদর্শন করা হয়। এসময় মালিক ও কর্মচারিদের ব্যক্তিগত পরিস্কার-পরিচ্ছন্নতা, খাবার ঢেকে রাখা, মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি না করা এবং ডায়রিয়া রোগ প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা প্রদানসহ সচেতনতামূলক প্রচারনা চালানো হয়।