রামুর কচ্ছপিয়ায় জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে মগনামা খেলোয়াড় সমিতি। এ টুর্ণামেন্টে ৩২ দল অংশ গ্রহণ করবে।
বুধবার (২৪ মে) বিকেলে রামু উপজেলার কচ্ছপিয়া মাঠে অনুষ্ঠিত খেলায় মগনামা খেলোয়াড় সমিতি ট্রাইব্রেকারে রামু ফুটবল একাডেমীকে পরাজিত করে। উদ্বোধনী খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, মগনামা খেলোয়াড় সমিতির গোলরক্ষক মিটু মারমা।
বিকেল ৪টায় বেলুন উড়িয়ে কচ্ছপিয়া জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান জয়নাল আবেদীন মেম্বার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উদ্বোধকের বক্তৃতা করেন, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মো. ঈসমাইল নোমান।
প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ফুটবল খেলা অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখে। যুব সমাজকে মাদক, অপসংস্কৃতি থেকে বের করে মাঠে টেনে আনতে হবে। কচ্ছপিয়ায় জয়নাল আবেদীন মেম্বারের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গর্জনিয়া-কচ্ছপিয়াবাসীর মিলন মেলা হয়েছে।
এমপি কমল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। রামুর কচ্ছপিয়য় বৃহৎ আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট তারই প্রমান দেয়। এ আয়োজনের কারণে কচ্ছপিয়াবাসীরা সম্মানিত হয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, সাবেক সদস্য নুরুল হক, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো, আওয়ামীলীগ নেতা আবছার কামাল সিকদার, ওসমান সরওয়ার মামুন প্রমুখ।
যুবলীগ নেতা আবদু শুক্কুরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতা রাখেন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব শাকিল সিকদার মেম্বার।
খেলা পরিচালনায় আবুল কাসেম কুতুবি রেফারী, মিল্টন দত্ত ও আহমদ কবীর সহকারী রেফারী এবং কামরুল ইসলাম সোহেল চতুর্থ রেফারীর দায়িত্ব পালন করেন। ধারাভাষ্যে ছিলেন, বেলাল আজম হিলালী।