নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারস্থ দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার ১০ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পেকুয়া সমবায় কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলে।
সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধান নির্বাচন পরিচালনা কর্মকর্তা ও পেকুয়া উপজেলা সমবায় কর্মকর্তা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে নাজেম উদ্দিন নুরী প্রজাপতি প্রতীক নিয়ে ১২৮ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিমুল করিম ৪৬ভোট পায়। সাধারণ সম্পাদক পদে অসিম বিশ্বাস ১৪৪ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এহেতাশামুল হক ২৮ ভোট পায়।
বিনা প্রতিদন্ধীতায় সহসভাপতি পদে কফিল উদ্দিন ও তিনজন সদস্য নির্বাচিত হয়। সদস্যরা হলেন, যথাক্রমে নুরুল আবছার, সাজ্জাদ হোসেন ও শহিদুল ইসলাম শাহেদ।
উক্ত নির্বাচনে সহকারী পরিচালক ছিলেন মাহমুদুল করিম ফারুকী ও জাকের হোসাইন। স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন স্থরের লোকজন নির্বাচন পর্যাবেক্ষণ করেছেন।
নির্বাচন পরিচালক সূত্রে জানা গেছে, সমিতির মোট ভোটার সংখ্যা ২৫০। এরমধ্যে ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।