নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:
পেকুয়ার মগনামা ইউনিয়নের নাপিতারদিয়ায় মোক্তার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে তারই শ্যালিকার স্বামী।
রোববার রাতে পাওনা টাকা চাইতে গিয়ে ঘাতকের বেদম প্রহারে গুরুতর আহত হন মোক্তার। পরে, সোমবার দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত মোক্তার একই উপজেলার টইটং ইউনিয়নের দরগামোড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে।
নিহতের ভাই দেলোয়ার হোসেন জানান, মোক্তার হোসেন রোববার সন্ধ্যায় ভায়রা বাদশার কাছ থেকে পাওনা টাকা আদায় করতে নাপিতারদিয়া যান। ওইদিন রাতেই তাকে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার অবস্থায় অবনতি হলে সোমবার সকালে তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় মগনামা ইউনিয়নের নাপিতারদিয়ার ছমি উল্লাহর ছেলে ও নিহতের ভায়রা ভাই বাদশাকে আটক করেছে পুলিশ।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ জিয়া মোঃ মোস্তাফিজ ভূঁইয়া আমাদের রামু কে জানান, মরদেহ সুরতাহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।