সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে পরিনত করেছেন। গ্রামে থেকেও মানুষ এখন শহরের সেবা পায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নশীল রাষ্ট্র। গতকাল বুধবার (৭ জুন) বিকাল সাড়ে ৫টায় রামুতে মাস্টার রশিদ আহমদ সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন অনুষ্ঠানে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন।
প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, মাস্টার রশিদ আহমদ রামুর এতদঅঞ্চলের অন্যতম একজন শিক্ষাগুরু। মহান এ শিক্ষাগুরুকে স্মরণে ও সম্মান জানাতেই রামুর প্রাণকেন্দ্রের এই সড়কটির নামকরণ করা হয়েছে। তিনি রামু সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোস্তাক আহমদ, মাষ্টার ফরিদ আহমদ, ক্রীড়া সংগঠক আকতার আহমদ ও বীর মুক্তিযোদ্ধা আবু আহমদের গর্বিত পিতা। এমপি কমল উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামীতেও শেখ হাসিনার পাশে থাকার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
রামুর প্রাণকেন্দ্র কেন্দ্রীয় কালী মন্দির সংলগ্ন চৌমুহনী স্টেশনের দক্ষিণ পাশে ২২৮ মিটার দীর্ঘ এ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, সাবেক মহিলা সম্পাদক মুসরাত জাহান মুন্নী, প্রবীণ শিক্ষক ফরিদ আহমদ, আওয়ামীলীগ নেতা নুরুল হক, রামু কেন্দ্রীয় কালী মন্দিরের প্রধান পুরোহিত সুবীর ব্রাহ্মণ চৌধুরী বাদল, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সভাপতি খালেদ নেওয়াজ আবু, জেলা তাতী লীগের সহ-সভাপতি আনছারুল হক ভূট্টো, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ সদস্য আজিজুল হক আজিজ, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক তছলিম উদ্দিন সোহেল প্রমুখ।