দৈনিকশিক্ষা:
আরও প্রায় ১৩ হাজার শিক্ষক এমপিওভুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। এরা সবাই চারুকলার শিক্ষক।৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চারুকলা বিষয়টি বাধ্যমূলক করেছে সরকার কিন্তু সারাদেশেই রয়েছে শিক্ষক স্বল্পতা। কারণ শিক্ষক নিয়োগ না দিয়েই বিষয় বাধ্যতামূলক করা হয়েছে। আবার যারাও নিয়োগ পেয়েছেন তাদেরকে এমপিওভু্ক্ত করা যাচিছল না টাকার অভাবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন উপ-সচিব দৈনিকশিক্ষাকে বলেন, “প্রয়োজনীয় টাকা বরাদ্দ চেয়ে ৫ অক্টোবর অর্ মন্ত্রণালয়কে চিঠি লিখেছেন শিক্ষাসচিব। টাকা বরাদ্দ পাওয়ামাত্রই এমপিওভুক্ত করার আদেশ দেয়া হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে।”
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “সারাদেশের ১২ হাজার সাতশ পচাঁত্তর জন চারুকলার শিক্ষক এমপিওভুক্ত করতে সরকারের এক বছরে লাগবে সাতাশ কোটি চুরাশি লাখ পঁচানব্বই হাজার টাকা।”