স্কাউটস আন্দোলনের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে সুদীর্ঘ ২৫ বছর সক্রিয় অবদানের স্বীকৃতি হিসাবে লং সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ স্কাউটস রামু উপজেলার তিনবারের সাবেক সফল সাধারণ সম্পাদক মাষ্টার সুকুমার বড়ুয়া।
৫ জুলাই বুধবার কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এ.টি.এম জাফর আলম সি.এস.পি সম্মেলন কক্ষে আয়োজিত বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড মো: মোজাম্মেল হক খান ও সভাপতি মো: আবুল কালাম আজাদ স্বাক্ষরিত সনদ পত্রটি হস্তান্তর করেন বাংলাদেশ স্কাউটস কক্সবাজার এর সভাপতি ও জেলা প্রশাসক মু: শাহীন ইমরান এই অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
অ্যাওয়ার্ড হস্তান্তর অনুষ্ঠানে কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা,কক্সবাজার জেলা স্কাউটসের সহ সভাপতি মোহাম্মদ তৈয়ব,সহ সভাপতি আ ন ম আজগর হোছাইন,সাধারন সম্পাদক তপন কুমার শর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বাবু সুকুমার বড়ুয়া বর্তমানে রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক,কক্সবাজার জেলা স্কাউটসের সহকারি কমিশনার ও রামু উপজেলা ক্রীড়া সংস্থা কোষাধ্যক্ষ হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।
বাংলাদেশ স্কাউটসের পক্ষ হতে তার এই অর্জনকে (লং সার্ভিস অ্যাওয়ার্ড ) রামু বাসীর অর্জন বলে জানিয়েছেন মাষ্টার সুকুমার বড়ুয়া। এবং তিনি তার সুদীর্ঘ পথচলায় সুখে দুংখে যারা সাথে ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।