রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া গ্রামের সর্দার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বাবুল বড়ুয়া’র সহধর্মিনী, লুধু বালা বড়ুয়া পরলোক গমন করেছেন।
তিনি বুধবার (৫ জুলাই ২০২৩) রাত ১২:১৫ টায় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার দুপুর ২ টায় সর্দার বাবুল বড়ুয়ার বাড়িতে প্রয়াতের পারলৌকিক সদগতি কামনায় (মহাসংঘদান) পুন্যদান সভা অনুষ্ঠিত হয়। উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের মহা-পরিচালক বিজয় রক্ষিত মহাথেরো সভায় সভাপতিত্ব করেন। সভায় বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবন শান্তি একশফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মুর্তির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ করুণাশ্রী মহাথেরো, প্রজ্ঞামিত্র বনবিহারের অধ্যক্ষ শীলমিত্র থেরো, ইন্দ্রজ্যোতি থেরো, প্রজ্ঞাপাল থেরো, প্রজ্ঞাবিনয় ভিক্ষু প্রমুখ ভিক্ষুসংঘ ধর্ম দেশনা করেন। অনিত্য সভা শেষে স্থানীয় বৌদ্ধ শ্মশানে তাঁর অন্ত্যেস্টিক্রিয়া সুসম্পন্ন করা হয়।
প্রয়াত লুধু বালা বড়ুয়া স্বামী, ২ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহারের ধার্মিক উপাসিকা ছিলেন।
এদিকে উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া গ্রামের সর্দার, আওয়ামী লীগ নেতা বাবুল বড়ুয়া’র সহধর্মিনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। শোক বার্তায় এমপি কমল প্রয়াতের পারলৌকিক সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও উত্তর মিঠাছড়ি বড়ুয়াপাড়া গ্রামের সর্দার বাবুল বড়ুয়ার সহধর্মিনী লুধু বালা বড়ুয়ার প্রয়াণে রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সমাজ সেবক রনজিত বড়ুয়া, ব্যাংকার তরুন বড়ুয়া, প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া, বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সিপন বড়ুয়া প্রমুখ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।