আব্দুল হামিদ, বাইশারী:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের জন্য সূলভ মূল্যে খাদ্য-শস্য বিতরণের অংশ হিসাবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০ টাকা কেজি মূল্যে চাউল বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
১১ অক্টোবর মঙ্গলবার সকাল ৯ টার সময় বাইশারী বাজারে এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম, ইউপি সদস্য আবু তাহের, আব্দুর রহিম, থোয়াইছাহ্লা চাক, সাবেক ছাত্রলীগ সভাপতি নুরুল কবির রাশেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া বাইশারী ইউনিয়নের দূর্গম এলাকার লোকজনের সুবিধার্থে ঈদগড় বাজারে আরো একটি সাব কেন্দ্র খোলা হয়েছে। সকাল ৯ টা ৩০ মিনিটের সময় বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কেন্দ্রটির ১০ টাকা কেজি মূল্যে চাউল বিক্রির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সদস্য সাহাব উদ্দিন, আবুল হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সহিদুল আলম, মোঃ ইয়াছিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাইশারী ইউনিয়নে পৃথক দুইটি কেন্দ্রে ১০ টাকা কেজি মূল্যে চাউল বিতরণ কার্যক্রমে বাইশারী বাজারে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ বেলাল উদ্দিন ও ঈদগড় বাজারে মোঃ আজগর আলী। উক্ত দুই কেন্দ্রের মধ্যে বাইশারীতে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম এবং ঈদগড় কেন্দ্রের দায়িত্ব পালন করছেন উপসহকারী কৃষি কর্মকর্তা সহিদুল আলম ।
উল্লেখ্য, বাইশারী ইউনিয়নের দুইটি কেন্দ্রের মধ্যে বাইশারী বাজার কেন্দ্রে ৬৮৭ জন ও ঈদগড় বাজার কেন্দ্রে ২৭৩ জন কার্ডধারী উপকারভোগী ১০ টাকা কেজি মূল্যে চাউল পাবেন বলে ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী জানান।