আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রামু উপজেলার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তপন মল্লিক। সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। তপন মল্লিক সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও আবু বক্কর ছিদ্দিক ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক। তাঁরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য। এ কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন আনছারুল হক ভূট্টো। দীর্ঘ সাড়ে ১৭ বছর পরে রামু উপজেলা স্বেচ্ছা সেবক লীগের নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টায় রামুুর ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ড. মো. জমির উদ্দিন সিকদার।
পুরোনো সদস্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে কমিটির অন্য পদগুলো পূর্ণ করে, আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রেরণ করতে নির্দেশনা দেন কেন্দ্রীয় এই নেতা।
এর আগে শুক্রবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা ও বেলুন উড়িয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, রামু উপজেলার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল সহ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তপন মল্লিক ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের মিছিলে যোগদানের মাধ্যমে রাজনীতি শুরু করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ ছাত্রলীগ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর তিনি বিভিন্ন সময়ে রামু উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামু উপজেলার সভাপতি। এ ছাড়াও তিনি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় দায়িত্ব পালন করছেন।
রামু উপেজলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে নবনির্বাচিত সভাপতি তপন মল্লিক বলেন, আওয়ামী রাজনীতির সাবেক মেধাবী ছাত্রনেতা সহ পুরোনো কমিটিতে যারা সক্রিয় ছিলেন, তাদের সমন্বয়ে ইউনিয়ন ও উপেজলা কমিটি গঠন করা হবে। দায়িত্ব পাওয়ার পর পরই আমরা সাংগঠনিক তৎপরতা শুরু করেছি। আমরা চেষ্টা করবো, সংগঠনকে নতুনভাবে দায়িত্বশীল কার্যক্রমে পুনর্গঠন করতে পারি।
রাজনীতির পাশাপাশি ক্রীড়া ও সামাজিক কর্মকান্ডে সক্রিয় দায়িত্ব পালন করছেন, রামু উপজেলা স্বেচ্ছা সেবক লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক। দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশিত পথে রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগকে সংগঠিত করা হবে। ‘সেবা, শান্তি ও প্রগতি’র সংগঠন স্বেচ্ছা সেবক লীগ। সেবার ব্রত নিয়ে কাজ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মানুষের জন্য ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা নিঃস্বার্থভাবে মানবতার পাশে দাঁড়াবো।
সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন, কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পরামর্শক্রমে বিগত ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে যেভাবে উজ্জীবিত হয়ে কাজ করেছিলো, রামু উপজেলা স্বেচ্ছা সেবক লীগ, ঠিক একইভাবে আরো দূর্বার গতি নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্যে, আমাদের নেতা সাইমুম সরওয়ার কমলের বিজয় নিশ্চিত করতে কাজ করবো আমরা। ইতিমধ্যে উপজেলা সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটিকে সুসংগঠিত করতে কাজ শুরু করে দিয়েছি।
আগামী ২৮ জুলাই কক্সবাজার জেলা স্বেচ্ছা সেবক লীগের সম্মেলন। এ সম্মেলন সফল করতে, রামু উপজেলার ইউনিয়ন ও ওয়ার্ড সহ স্বেচ্ছা সেবক লীগের সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনাও দেন রামু উপজেলা স্বেচ্ছা সেবক লীগে সভাপতি তপন মল্লিক ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।