কচ্ছপিয়া জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে সম্প্রীতির ফুটবল একাডেমী নাইক্ষ্যংছড়ি। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) বিকালে কচ্ছপিয়া ফুটবল মাঠে জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সম্প্রীতির ফুটবল একাডেমী নাইক্ষ্যংছড়ি ১-০ গোলে থাইংখালী ফুটবল একাডেমী উখিয়াকে পরাজিত করে।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এবং চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কারের ট্রফি, নগদ টাকা ও মেডেল তোলে দেন। কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান ফাইনাল ফুটবল খেলায় উদ্বোধকের বক্তৃতা করেন।
এ অনুষ্ঠানে বাংলার বাজপাখি খ্যাত ফুটবলার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করে, জয়নাল আবেদীন মেম্বার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি।
প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, ক্রীড়া মানুষকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করে। ফুটবল খেলা শরীর ও মনকে সুগঠিত করে। পড়ালেখার পাশাপাশি আজকের তরুন ও যুবকদের ফুটবলের মাঠে থাকতে হবে। এমপি কমল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন জাতীয় মানের ফুটবলার ছিলেন। তিনি ফুটবলকে ভালোবাসতেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুটবলের প্রতি ভালোবাসা ও আন্তরিকতায় দেশের ফুটবল খেলা সমৃদ্ধ হচ্ছে। গ্রামীণ পরিবেশ থেকেও সেরা খেলোয়াড় উঠে আসে, তারই উৎকৃষ্ট দৃষ্টান্ত সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক আনিসুর রহমান জিকো। শ্রম ও চেষ্টাকে কাজে লাগাতে পারলে, একদিন সফলতা আসবেই।
সংবর্ধিত অতিথি আনিসুর রহমান জিকো বলেন, গ্রামে ফুটবলের চর্চাকে ধরে রাখতে হবে। ফুটবলকে ভালোবাসুন, খেলার মাঠে থাকুন। তাহলে সকল ক্ষেত্রে গ্রামের মানুষের ঐক্য থাকবে।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান জয়নাল আবেদীন মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার, কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, জেলা স্বেচ্ছা সেবক লীগ সদস্য মিজানুর রহমান, রামু উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এম সেলিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তছলিম উদ্দিন সোহেল প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য যুবলীগ নেতা আবদু শুক্কুর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
বিকাল ৫টায় প্রথমার্ধের খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে আক্রমণ-প্রতি আক্রমণে অনুষ্ঠিত প্রথমার্ধের খেলা গোল শূণ্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে সম্প্রীতির ফুটবল একাডেমী নাইক্ষ্যংছড়ি দলে খেলোয়াড় ইব্রাহীম মাঝমাঠ থেকে সরাসরি সটে বিপক্ষ দলের গোল রক্ষককে পরাস্ত করে। এতে ১-০ গোলে সম্প্রীতির ফুটবল একাডেমী নাইক্ষ্যংছড়িকে এগিয়ে যায়। খেলার শেষ মুহূর্ত পর্যন্ত থাইংখালী ফুটবল একাডেমী উখিয়ার খেলোয়াড়রা মরিয়া হয়ে উঠে গোল পরিশোধে। সম্প্রীতির ফুটবল একাডেমী নাইক্ষ্যংছড়ি ১-০ গোলে থাইংখালী ফুটবল একাডেমী উখিয়া পরাজিত করে বিজয় নিশ্চিত করে।