বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে যাওয়া দেড়শতাধিক পর্যটক আটকা পড়েছেন।
মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, বঙ্গোপসাগরে তিন নম্বর সতর্ক সংকেতের কারণে সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে কোনো জাহাজ চলাচল করেনি।খবর বিডিনিউজের।
ফলে তাই সেখানে দেড়শতাধিক পর্যটক আটকা পড়ে আছে বলে জানান তিনি।
ইউএনও শফিউল বলেন, সেখানে তারা নিরাপদে আছেন, জাহাজ চলাচল স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে।
সেন্টমার্টিনের চেয়ারম্যান নুর আহমদ বলেন, “সেন্টমার্টিনে আটকা পড়া দেড়-শতাধিক পর্যটককে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।”
কক্সবাজার আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চরণশীল মেঘমালার কারণে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে।
“এ কারণে বঙ্গোপসাগর ও উপকূলবর্তী এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।”