বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট’স কমিউনিটি (বিসিএসসি) চিফ স্কোয়াড কমান্ডারের দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ আগস্ট) সকাল ১১টায় রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বিসিএসসি’র উপদেষ্টা রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক আবদুস সালাম।
বাংলাদেশের সকল ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট’স কমিউনিটি (বিসিএসসি) এর রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ স্কোয়াডের নতুন চীফ স্কোয়াড কমান্ডার ইশফাক আহমেদ রাফি এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিদায়ী চীফ স্কোয়াড কমান্ডার মোহাম্মদ ইয়াসিন সিকদার।
প্রধান অতিথির বক্তৃতায় বিসিএসসি’র উপদেষ্টা আবদুস সালাম বলেন, একটি সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে উঠতে এবং সামাজিক মূল্যবোধে প্রতিষ্ঠা পেতে সহায়ক ভূমিকা পালন করে বিসিএসসি। বিসিএসসি কোন অনৈতিক কর্মকান্ডে জড়িত নই।বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট’স কমিউনিটি (বিসিএসসি) বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্টিয়ানদের নিয়ে গঠিত একটি সামাজিক সংগঠন। উদ্যোগ ও কর্মপরিকল্পনায় বাংলাদেশের সমস্ত ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নীতি-নৈতিকতায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে শিক্ষা দেয় বিসিএসসি। একই সাথে ক্যান্টনমেন্টের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এবং ক্যান্টনমেন্টিয়ানদের ঐক্যবদ্ধ করে কাজ করছে।
অনুষ্ঠানে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট’স কমিউনিটি’র (বিসিএসসি) উপদেষ্টা আবদুস সালাম ও বিদায়ী চীফ স্কোয়াড কমান্ডার মোহাম্মদ ইয়াসিন সিকদারকে স্মারক সম্মাননা প্রদান ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করা হয়। বিসিএসসি’ নতুন স্কোয়াডের পক্ষ এ সম্মাননা প্রদান করা হয়।
বিশেষ অতিথির বক্তৃতায় বিদায়ী চীফ স্কোয়াড কমান্ডার মোহাম্মদ ইয়াসিন সিকদার, বিসিএসসি’র কার্যক্রম সম্পর্কে নতুন স্কোয়াডকে সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
অনু্ষ্ঠানে রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট’স কমিউনিটি (বিসিএসসি) অ্যাডিশনাল কমান্ডার সৃজন কার অর্নব, ডেপুটি রামিম মোহাম্মদ রইয়ান, ডেপুটি কমান্ডার তাসফিয়া ওয়াশিমা পুষ্পা, মিডিয়া অ্যাম্বাসেডর ফাহিম শাহরিয়ার খান, ফিল্ড অ্যাম্বাসেডর জুতিশ্ময় শর্মা ধ্রুব, রুদাবা বিলকিস তুরিন, ক্যাম্পাস অ্যাম্বাসেডর শাকিবুল হাসান তিশাত, মেহিকা মোস্তারি মিফতাহ, সাদিয়া মোনতাহা, পাবলিক রিলেশনশিপ অ্যাম্বাসেডর তামিম ফয়েজ তুরান, গ্রাফিক্স অ্যাম্বাসেডর জি এম ওয়াসিফ আবরার ইরহাম প্রমুখ উপস্থিত ছিলেন।