বাঁকখালী নদী ড্রেজিং, যথাসময়ে বেড়িবাঁধ সংস্কারসহ নানামুখি উন্নয়ন কর্মকান্ডের কারণে এবার প্রবল বৃষ্টিপাত হলেও ক্ষয়ক্ষতি কম হয়েছে। এরপরও যারা অতিবৃষ্টিতে কম-বেশি দূর্ভোগের শিকার হয়েছে তাদের জন্য পর্যাপ্ত সহায়তা দেয়া হবে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়সহ সকল প্রাকৃতিক দূর্যোগে সরকার সব মানুষের পাশে দাঁড়িয়েছে। এ কারণে মানুষ বিপদেও স্বস্তির নিঃশ্বাস ফেলে। রামুতে বন্যায় ক্ষতিগ্রস্তদের চাল বিতরণ কালে কক্সবাজার-৩ আসনের সাইমুম সরওয়ার কমল এ কথা বলেন। গতকাল বুধবার (৯ আগস্ট) বিকালে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের গাছুয়া পাড়া, ফরেস্ট অফিস ও বইলতলী গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে চাল বিতরণ করেন সাইমুম সরওয়ার কমল এমপি।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল বিতরণ করেছেন জানিয়ে এমপি কমল বলেন- আওয়ামী লীগ সরকার জনবান্ধন সরকার। তাই বন্যা কবলিত মানুষের দূর্ভোগ লাঘবে সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার প্রতিটি দূর্গত এলাকা ত্রানসামগ্রী দেয়া হচ্ছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিরাও ত্রাণ সহায়তা দিচ্ছে।
চাল বিতরণকালে কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামশুল আলম, উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি ওসমান সরওয়ার মামুন, ইউপি সদস্য মো. কায়েশ, আজিজ মিয়া, মোহাম্মদ আলী, যুবরীগ নেতা ওসমান গণী, নুরুল আজীম, স্বেচ্ছা সেবক লীগ নেতা নুরুল ইসলাম নাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় অর্ধশত পরিবারের গ্রামীণ চলাচল পথের বিরোধ নিরসন করেন এবং নিজে দাঁড়িয়ে চলাচলের পথটি স্থানীয় জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন।