রামুতে মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চতুর্থ পর্যায়ের ২য় ধাপে ১৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কবুলিয়তসহ মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট ) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষে উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কর্মসূচির উদ্ভোধন করেন। এরপরে দুপুর ১২টায় রামু উপজেলার ১৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির কবুলিয়ত সহ মালিকানা দলিল হস্তান্তর করেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা, সহকারি কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপেজলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রণধীর বড়ুয়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো, উপজেলা আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম সেলিম, রামু প্রেসক্লাব সভাপতি নীতিশ বড়ুয়া, সাধারন সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন।
বুধবার (৯ জুলাই) চতুর্থ পর্যায়ের ২য় ধাপে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়া এলাকায় ৭৩টি, গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকায় ৪০টি, জোয়ারিয়ানালা ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকায় ৪০টি, রাজারকুল ইউনিয়নের চৌকিদার পাড়া এলাকায় ৩০টি, জোয়াবিয়ানালা ইউনিয়নের ঘোনারপাড়া এলাকায় ২টি, চৌধুরীপাড়া এলাকায় ১টি, হাসপাতালপাড়া এলাকায় ৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়।