লামা পৌর এলাকায় অতি সম্প্রতি প্রাকৃতিক দূর্যোগ বন্যা ও পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য শস্য ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।সোমবার (১৪ আগষ্ট) বেলা ১১ টায় লামা উপজেলা পরিষদ প্রাঙ্গণে লামা পৌরসভার আয়োজনে বিতরণকাজে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ,অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম,লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,জেলা পরিষদ সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, ফাতেমা পারুল।
লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার, লামা উপজেলা আ,লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, দুই ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ, মোঃ জাহেদ উদ্দীন,লামা থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ, লামা উপজেলা আ, লীগের সহ সভাপতি বিজয় আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, মোঃ আলমগীর,সরকারি কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
প্রসংগত, স্মরণকালের ভয়াবহ বন্যায় লামায় ক্ষতিগ্রস্তদের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঢাকা,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ,জেলা প্রশাসন, লামা উপজেলা পরিষদ ও লামা পৌরসভার সার্বিক সহযোগিতায় লামা পৌরসভার ২৮ শত পরিবার এর মাঝে ১০ কেজি করে চাউল ও ২০০ পরিবারকে নগদ ৫০০০ টাকা করে বিতরণ করা। এর আগে ইউনিয়নসমূহে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও কয়েকটি এনজিও ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন।