বান্দরবান আলীকদমে বন্যাকবলিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন মরহুম “আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন” এর কর্ণধার পরিবারের তৃতীয় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ ইউনুছ মিয়া।
মরহুম “আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন” কর্তৃক আলীকদম উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন মোঃ ইউনুছ মিয়া। বন্যার্তদের জন্য উক্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবার প্রতি চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ-রশুন ও ঔষধ সামগ্রী সহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ নিতে আসা কয়েকজন বন্যাদুর্গত বলেন, বন্যা চলাকালীন সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গা থেকে ত্রাণসামগ্রী পেলেও বন্যাপরবর্তী সময়ে আমরা নিজেদের বাড়িঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ি, এসময় হাতে কোন কাজ থাকেনা। তাই এই সময়ে খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে পাওয়া ত্রাণ সামগ্রী গুলো পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি বলেন উপকারভোগীরা।
ত্রাণসামগ্রী বিতরণ প্রসঙ্গে “আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন” এর কর্ণধার জনাব, ইউনুছ মিয়া বলেন, আলীকদম উপজেলায় শুধুমাত্র বন্যা বলে নয়, আমি সবসময় এলাকার অসহায় মানুষের পাশে আছি, যেকোন দুর্যোগে কালীন সময়ে মরহুম আলহাজ্ব খুইল্যামিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন এলাকাবাসীর সাথে থাকবে ইনশাআল্লাহ। এসব ত্রাণ বিতরণের পাড়ার সর্দারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।