পঁচাত্তরে ১৫ আগস্ট ইতিহাসের নৃশংস রাজনৈতিক হত্যাকান্ড। এই দিনে বিপথগামী সদস্যরা ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল। বাঙালির ইতিহাসে সেটা ছিলো এক কালিমালিপ্ত অধ্যায়। সেদিন ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছিল একটি স্বাধীন সার্বভৌম জাতির ভবিষ্যৎকে। রামুতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি এড. ফরিদুল ইসলাম চৌধুরী এ কথা বলেন।
বুধবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রামু উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান এ সভায় প্রধান আলোচকের বক্তৃতা করেন। রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল এ সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা বিরোধীরা এখনো দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে শক্তিতে রূপান্তরিত করে আওয়ামীলীগ নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, কক্সবাজার-৩ সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান লে. কর্ণেল (অব:) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, পৌর আওয়ামীলীগ সভাপতি নজিবুল ইসলাম, ব্যারিস্টার মিজান সাঈদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।