জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রামু উপজেলা দিন ব্যাপী কর্মসূচী পালন করেছে।
উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ সকালে বিশাল শোক র্যালি নিয়ে রামুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
১৫ আগস্টে রামু উপজেলা যুবলীগের দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ দারুণ, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার।
এসময় রামু উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, রাশেদ আলী খাঁন, আওরঙ্গজেব মেম্বার, সৈয়দ আলম, ওসমান গনি, চাকমারকুল ইউনিয়ন যুবলীগের আহবায়ক ছৈয়দ নুর মেম্বার, গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহমদ, কাউয়ারখোপ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আজিম, রাজারকুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিমুল আলম নিউটন, যুবলীগ নেতা মেহের আলী নাম্বার, ফেরদৌস গোলাপ, কায়সার মাহমুদ, আব্দুর রহমান, নুরুল আলম, রিপন, সাইফুল ইসলাম জয়, আজিজ মিয়া মেম্বারসহ পাঁচ শতাধিক নেতৃবৃন্দ শোকর্যালী সহকারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন এবং রামু চৌমুহনীতে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোক সভায় মিলিত হন।
শোক সভায় যুবলীগ নেতা নীতিশ বড়ুয়া বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আজ স্মার্ট বাংলাদেশে রূপান্তর হতে যাচ্ছে।
তিনি বলেন, মেজর জিয়া বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন, তার মরনোত্তর বিচার করতে হবে, সেই সাথে একুশে আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খুনিরপুত্র খুনি তারেক জিয়াকে দেশে এনে বিচারের রায় কার্যকর করা জোর দাবি জানান। তিনি আগামীতেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।